সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
আল্লামা ইদ্রিস কান্ধলভী (রহঃ) তাঁর সীরাত বিষয়ে রচিত অসাধারণ কিতাব সীরাতে মোস্তফায় লিখেছেন:’মানবজাতির সরদার মুহাম্মাদ মোস্তফা আহমাদ মুজতবা এর জন্ম হস্তী বাহিনী কর্তৃক মক্কা আক্রমণের ঘটনার পঞ্চাশ থেকে পঞ্চান্ন দিন পর। ৫৭০ খ্রিস্টাব্দের এপ্রিলে। আরবি তারিখ মোতাবেক ৮ই রবিউল আউয়াল সোমবার দিন।নবীজি সাল্লালাহ আলাইহি ওয়াসাল্লাম এইদিন সুবহে সাদিকের সময় চাচা আবু তালেবের ঘরে জন্মগ্রহণ করেন।জন্ম দিবসের ব্যাপারে প্রসিদ্ধ তো এটাই যে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১২ই রবিউল আউয়াল জন্মগ্রহণ করেছেন। কিন্তু জমহুর মুহাদ্দিসীন ও ইতিহাসবিদদের নিকট অগ্রগণ্য ও গ্ৰহনীয় মত হচ্ছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৮ই রবিউল আউয়াল জন্মগ্রহণ করেন।আব্দুল্লাহ বিন আব্বাস ও জুবায়ের বিন মুতয়িম রাদিআল্লাহু আনহুম থেকেও এমনই বর্ণিত হয়েছে।এই কওলটিই আল্লামা কুতুব উদ্দিন কাসতালানি (রহঃ) গ্রহণ করেছেন।'((সীরাতে মোস্তফা, আল্লামা ইদ্রিস কান্দলবী রহমতুল্লাহি আলাইহি, ১/৭৫,))