“ইসলামী পয়গাম“ অনলাইনে ইসলামের বাস্তব-রূপ ও শিক্ষা-সংস্কৃতি মানুষের কাছে তুলে ধরার জন্য আমাদের একটি ক্ষুদ্র প্রচেষ্টা।
একথা অনস্বীকার্য যে, প্রচলিত শিক্ষাব্যবস্থায় ইসলাম শিক্ষার অপ্রতুলতা ও গুরুত্বহীনতার কারণে মানুষ জাগতিক শিক্ষায় শিক্ষিত হওয়ার পরেও ইসলাম সম্পর্কে একেবারেই অজ্ঞ থেকে যাচ্ছে।
এদিকে ইসলামের প্রতি আকর্ষণ ও ভালোবাসার কারণে মানুষ ইসলাম সম্পর্কে জানতে চায়। আর জানার জন্য মানুষ ব্যাপকভাবে দ্বারস্থ হচ্ছে ইন্টারনেটের। অথচ এই চাহিদার তুলনায় অনলাইনে ইসলামী কনটেন্ট একেবারেই অপ্রতুল। আমরা এই চাহিদার ক্ষুদ্র যোগানদাতা হতে চাই। ইসলামী পয়গাম সেই চাওয়ারই ফসল। আল্লাহ তাআলা যেন আমাদেরকে সেই যোগানদাতা হিসেবে কবুল করেন। আমাদের সবাইকে তার দ্বীনের জন্য কবুল করেন। আমিন।