• বই: চশমার আয়না যেমন
• লেখক: মাওলানা মুহাম্মদ হেমায়েত উদ্দীন
• প্রকাশনায়: মাকতাবাতুল আবরার
• প্রথম প্রকাশ: শাওয়াল ১৪২৫ হিজরী, ডিসেম্বর 2004 ইংরেজি
• মুদ্রিত মূল্য: ১০০(একশত টাকা মাত্র)
“চশমার আয়না যেমন” বইটির পরিচয়ে সম্মানিত লেখক বইটির কভার পৃষ্ঠার শেষে লিখেছেন, পৃথিবীতে মতবাদের শেষ নেই, মত মতান্তরের অন্ত নেই। একই বিষয়ে নানান মুনির নানান মত, একই সমস্যার সমাধানে নানান জনের নানান রকম প্রেসক্রিপশন, একই বিষয় বিশ্লেষণে একেকজনের একেকরকম ধারা। এই মত বিভিন্নতা বা মতবিরোধের মূলে রয়েছে “কে কোন্ বিষয়কে কোন্ অ্যাঙ্গেল থেকে দেখছেন, কে কোন্ বিষয়কে কোন দৃষ্টিভঙ্গিতে বিচার করছেন তা।”
যার চোখে যেমন চশমা আঁটা, তিনি সবকিছুকে তেমন দেখছেন। যার চশমার আয়না যেমন, তিনি সবকিছুকে দেখছেন এই বিষয়টার উপরই একটি রম্য রচনার প্রয়াস হল -চশমার আয়না যেমন।
এ গ্রন্থ রচনার উদ্দেশ্য
• পাঠকের মধ্যে একটি এমন সচেতনতা সৃষ্টি করা, যাতে সে যে কোন মতবাদের মূলে চলে যেতে পারে এবং মূল অ্যাঙ্গেলের সন্ধান বের করে তার ভিত্তিতে সে মতটাকে বিচার করতে পারে। মত মতান্তরের ভিড়ে সে যেন বিচলিত হয়ে না পড়ে।
• পৃথিবীর বিভিন্ন মতবাদ ও মত মতান্তরের মূলে মৌলিকভাবে যে কয়টা দৃষ্টিভঙ্গি রয়েছে অর্থাৎ যে কয় ধরনের চশমা দিয়ে দেখার প্রচলন রয়েছে তার একটা সমীক্ষা পেশ করা এবং তার মধ্যে কোন দৃষ্টিভঙ্গিটা নিরপেক্ষ ও নির্ভরযোগ্য সে সম্বন্ধে পাঠকদের সচেতন করে তোলা।
বইটি সম্বন্ধে আমার মন্তব্য হলো: বইটি অবশ্যপাঠ্য। বিভিন্ন মতবাদের এই যুগে সঠিক ইসলামী মতবাদ ও চিন্তা-চেতনার উপর অটল থাকতে বইটি আমাদের অনেক সাহায্য করবে।