সিক্রেটস অফ জায়োনিজম (বুক রিভিউ)

• বই: সিক্রেটস অফ জায়োনিজম
• লেখক: হেনরি ফোর্ড
• ভাষান্তর: ফুয়াদ আল আজাদ
• প্রকাশক: গার্ডিয়ান পাবলিকেশন্স
• মুদ্রিত মূল্য: হার্ডকভার ৪০০ টাকা মাত্র
• প্রথম প্রকাশ: 1 ফেব্রুয়ারি 2020
বইটির পরিচিতিতে কভার পৃষ্ঠার শেষে লেখা হয়েছে:আমেরিকার বিখ্যাত ফোর্ড মোটর গাড়ি কোম্পানির প্রতিষ্ঠাতা মালিক হেনরি ফোর্ড। কর্পোরেট দুনিয়ার অন্যতম সফল উদ্যোক্তা। কোম্পানি পরিচালনা করতে গিয়ে একটা পর্যায়ে তার চক্ষু তো চড়কগাছ। একি! ইহুদিদের জায়োনিস্ট জাল অক্টোপাসের মতো ঘিরে ধরেছে পৃথিবী কে! তিনি উপলব্ধি করলেন,পৃথিবীর শান্তি অব্যাহত রাখতে হলে বিশ্ববাসীকে জায়োনিস্ট মেকানিজম কিভাবে ফাংশন করে তা জানিয়ে দিতে হবে।

ফোর্ড ১৯২০ সালে শুরু করলেন নিজের পত্রিকা দা ডিয়ারবর্ণ ইন্ডিপেন্ডেন্ট। সেখানে 91 পর্বের ধারাবাহিক কলামে তুলে ধরলেন পৃথিবীব্যাপী বিস্তৃত ইহুদি নেটওয়ার্ক। আমেরিকান ব্যবসায়ীর কলমে জায়োনিস্ট মুখোশ উন্মোচিত হওয়ায় চারদিকে শুরু হলো তুমুল হইচই। ইতোমধ্যে ফুডের কলামসমূহ একত্রিত করে ঝাড়খণ্ডের বই তৈরি হলো; নাম-the international jew। প্রতিক্রিয়ায় ইহুদি লবি জবাব দিতে লাগল। আমেরিকা থেকে কয়েক দিনের ব্যবধানে সব বই লাপাত্তা! ফোর্ড এর পত্রিকার বিরুদ্ধে সম্প্রীতি নষ্টের উস্কানির অভিযোগ উঠলো। ১৯২৭ সালে বন্ধ করে দেওয়া হলো তার পত্রিকা এবং আলোচিত এই বই।
কিন্তু চাইলেই কি সব বন্ধ করে দেওয়া যায়? আশির দশকে আবার প্রকাশিত হলো বইটি। দুনিয়াব্যাপী 23 টি ভাষায় অনূদিত হল। বিশ্বখ্যাত সেই বইটির বাংলা অনুবাদ “সিক্রেটস অফ জায়োনিজম”-“ বিশ্বব্যাপী জায়োনিস্ট ষড়যন্ত্রের ভেতর-বাহির”

Leave a Reply