নারীদের প্রতি সম্মান

লেখক: মাওলানা মুছাইয়্যিব আহমাদ

   নারী !একটি অনেক ভারী শব্দ ।কেননা একজন নারী হতে পারে কারোও মা ,আবার বা কারোও বোন, আবার কারোও মেয়ে ,আবার কারোও স্ত্রী, কারোও নানি, দাদি,   ফুফু, খালা  এমন আরোও অনেক মধুর সম্পর্কের সাথে জড়িয়ে রয়ছে একজন নারী ।
   যখন এতগুলো নিবিড় সম্পর্কের সাথে জড়িয়ে রয়েছে একজন নারী, তাহলে তাদের সাথে আমাদের আচরণ ও হতে হবে অনেক দামি।

●নবীজীর জীবন থেকে শিক্ষা
   নবীজী তার পরিবারের  নারীদের সাথে সদাচরণ করার পাশাপাশি অন্য  সকলকে নারীদের  প্রতি সদাচরণের আদেশ করেছেন ।নারীর আবেগ ও ভালোবাসা কে মূল্যায়ন করতে বলেছেন ।
      তাই তো  তিনি পিতাকে কণ্যা সন্তানের সাথে সদ্ব্যবহার করার ফলে ঐ পিতাকে কিয়ামতের দিনের শান্তির বাণী শুনিয়েছেন।

    আবার ছেলের কাছে দুনিয়াতে  তার মাকে তিনি সর্বউত্তম সাহচর্যের হকদার বানিয়েছেন ।

   আবার তিনি স্ত্রীর প্রতি যুলুম করে,এমন স্বামীকে কঠোর তিরস্কার করে বুঝিয়েছেন যে, স্ত্রীর সঙ্গে সদ্ব্যবহার করবে।

    আবার ইতিহাস খুঁজলে দেখা মেলে যে, একজন পর্দাশীন নারীর ইজ্জত- আব্রুর  হেফাজতে নবীজী সহ  ঈমানদার জানবাজ সাহাবীগণ ইহুদিদের সঙ্গে  যুদ্ধ পর্যন্ত করেছেন । এবং তাদেরকে পবিত্র মদিনা থেকে উচ্ছেদ ও করেছেন।

      ●সুতরাং আমরা আমাদের নবীজীর জীবনী ও হাদিসের বাণী থেকে শিক্ষা নিবো যে,কিভাবে নারীদের সম্মান করতে হয়,ভালোবাসতে হয় , তাদের কেয়ার করতে হয়।
     তাহলে ইনশাআল্লাহ্ আজ নারীদের ব্যাপারে যে অন্য ধরণের  ধ্যান ধারণা আমাদের মস্তিষ্কে বসে গিয়েছে তা আর থাকবে না ।

Leave a Reply